রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেককে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজিবপুর থানার (এসআই) সহিজল বলেন পুকুরে মাছ চুরি ও চাঁদাবাজিসহ দুই মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেম করা হয়েছে। গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান তারেক। তিনি ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি স্থানীয় একটি মাদ্রাসার অফিস সহকারী হিসেবে চাকরিরত।