“সমগ্র বাংলা সবার বাংলা, সহমর্মিতা হলো বন্ধুত্বের চাবিকাঠি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় পৌর শহরের নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ৯৯ সমগ্র বাংলাদেশ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ওধুষ বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাউল ৫ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মসুর ডাল ১ কেজি, পিয়াজ হাফ কেজি, টোস্ট বিস্কুট ১ প্যাকেট, আলু ১ কেজি, হলুদ গুড়া ৫০ গ্রাম, মরিচের গুড়া ৫০ গ্রাম, লবণ ৫০০ গ্রাম, মেট্টনিডাজল, টিসি, কট্রিম, প্যারাসিটামল ১ পাতা করে ও খাবার স্যালাইন ২ পিস।
এ সময় এসএসসি ৯৯ সমগ্র বাংলাদেশের বন্ধুদের পক্ষে নুসরাত জাহান শিখা, নার্গিস মিতু, রাহিমা আক্তার সুইটি, সাবেক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, কুড়িগ্রাম সদর থানার এসআই তৌফিক, এ জি লাভলু, ডা. মোহাম্মদ রফিক, নাজমুল হাসান, নাজমুল ইসলাম, জাকির হোসেন, আসাদুজ্জামান আসাদ, মিলন, আব্দুল্লাহ আল মামুন, স্বাধীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।