শারদীয় দুর্গাপূজার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রতিটি পূজামন্ডপে কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় উপহার হিসাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। দুর্গা পুজামন্ডপগুলো পরিদর্শন করেন, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার রামপুর ইউনিয়নের পুজামন্ডপে এই সম্প্রীতি সফরে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেড এম মেনহাজুল হক।
এসময় তিনি মন্দির কমিটির সদস্য ও পুরোহিতদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে নির্বিঘ্নে পূজা পালনে কোন বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাদের সঙ্গে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ দেন। অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে বসবাস করছে সকল ধর্ম বর্ণের মানুষ। কোন ভেদাভেদ নেই। আমাদের দেশে নেই কোন ধর্মীয় বৈষম্য। সম্প্রীতির এই দেশে দুর্গা মন্ডপগুলোতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, বএনপির যুগ্ম সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন সাদো, সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা মানিক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, পার্বতীপুর ব্যাটারী চালিত অটো বাইক ও ভ্যান শ্রমিক ইউনিয়নে সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সিয়াম, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মঞ্জরুল আজিজ পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম ও পৌর যুবদলের রবিউল ইসলাম বাবু প্রমুখ। শেষে প্রতিটি মন্দিরের উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় উপহার হিসাবে নগদ অর্থ পুজা মন্ডপগুলোর কমিটির সভাপতি-সাধারন সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।