রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার বলদীপুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোকলেছুর রহমান। তিনি রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩২ নং ওয়ার্ডের মিলনপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।
স্থানীয় জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার রানীপুকুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন নিহত মোকলেছুর। পথিমধ্যে বলদিপুকুর বাজার এলাকায়
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। পথচারীরারা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।