সব ধরনের লেনদেনের সুযোগ-সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সিটি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর রংপুরের বদরগঞ্জ আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের স্টেশন রোডে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন উপলক্ষে দোওয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ২০১৮ সালে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকটির আউটলেট শাখার কার্যক্রম ছিল বদরগঞ্জ-রংপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায়।
পরে বৃহৎ পরিসরে সোমবার বদরগঞ্জ পৌরশহরের স্টেশন মসজিদ সংলগ্ন এলাকায় এটি নতুন আঙ্গিকে উদ্বোধন করা হলো।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক পিএলসির রংপুর রিজিওনাল ম্যানেজার(এজেন্ট ব্যাংকিং) মো: মনিবুর রহমান, এসএমই শাখার ইউনিট ম্যানেজার সাজ্জাদুল ইসলাম রাজীব, এসএসই ইউনিটের এসিস্টেন্ট অফিসার মোছা: শবনম মোস্তারী ও মনিটরিং অফিসার তপু কুমার পোদ্দার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম ভুট্টু, সিটি ব্যাংকের আউটলেট ওনার মোস্তাফিজার রহমান, ভবন মালিক শাহাদত হোসেনসহ স্থানীয় সুধী ও গ্রাহকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান, এ আউটলেট থেকে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা পরিচালনাসহ এফডিআর, ডিপিএস, সহজ শর্তে মোটর-সাইকেল লোন, ব্যবসায়ীদের এসএমই লোন, রেমিটেন্স লোন প্রদানসহ ডেবিট-ক্রেডিট কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবে।