খেলা

কিশোরগঞ্জ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক   নীলফামারী

০১ মার্চ ২০২৪


| ছবি: 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনুর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের আওতায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস বার্ষিক ক্রীড়া কর্মসূচি -২০২৩-২৪ এর আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ স্টেডিয়ামে ওই প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আশিক রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. সুমন শাহ্ ও সদস্য  মো. রেজওয়ান স্বপন। নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে নীলফামারীর ফুটবল কোচ জিতেন্দ্রনাথ রায়, কিশোরগঞ্জের সাবেক ফুটবল খেলোয়াড় মোনাবেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আশিক রেজা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে  দেন। মাসব্যাপী ওই ফুটবল প্রশিক্ষণে কিশোরগঞ্জ উপজেলার অনুর্ধ্ব-১৫ বালক ৪০ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।  এর আগে গত ২৩ জানুয়ারি মাসব্যাপী অনুর্ধ্ব-১৫ বালক ফুটবল প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।
                                                                                   

20