


গাইবান্ধার সুন্দরগঞ্জে অবসরে যাওয়া প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী প্রামানিককে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। মো. ইউনুছ আলী প্রামানিক উপজেলার কাটগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি গত ২০২০ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান। অনুষ্ঠানের শুরুতে তাকে সম্মাননা স্মারক ও ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী দেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
দীর্ঘ সেবার স্বীকৃতি পেয়ে মো. ইউনুছ আলী প্রামানিক এ সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, সম্মান দেয়ার মালিক আল্লাহ। সে কারণে শুকরিয়া আদায় করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি। শুভ কামনা প্রিয় শিক্ষার্থীদের প্রতি। আজকের এ আয়োজন মনে রাখবে আমার পরিবার। পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্কুল মাঠে স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ আজিজ মিঞা।
স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো রাশিদুল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, একাডেমি সুপার ভাইজার মো. বেলাল হোসেন, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আঃ সবুর ও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আবদুল জব্বার।
এ সময় আরও বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ গাফফার মোল্লা, জামায়াতের আমীর হাফেজ মো. শফিকুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজমুল হুদা, শিবরাম মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলম সরকার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, কাটগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রওশনারা বেগম, সহকারী শিক্ষক মোছা. ওম্মে হানি, কাটগড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মোজাম্মেল হক, বর্তমান অভিভাবক সদস্য ডা মো. শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. মমতাজুর রহমান মন্ডল, সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম, অবসরে যাওয়া সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, নবম শ্রেণির শিক্ষার্থী মো. হাসান মিয়া ও প্রাক্তন শিক্ষার্থী মো. মাহমুদ হাসান আরিফসহ অনেকে।