1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের গাঁওছোয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে জমকালো ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গ্রামবাসীর বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রাণবন্ত ঘোড় দৌঁড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজার হাজার উৎসুক দর্শনার্থী । আয়োজকেরা জানান, গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফিরিয়ে এনে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতেই এই আয়োজন।
প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন রঙের সুদর্শন ঘোড়া এবং প্রতিযোগীদের দক্ষতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠান শেষে আয়োজকেরা প্রতিশ্রুতি দেন, এমন উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ আল এমরান,। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু ।
গ্রামবাসী ও অতিথিরা এই আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিবাচক হিসেবে দেখছেন এবং এরূপ আয়োজনের প্রত্যাশা রেখে  সার্বিক  প্রশংসার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )