1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বেসিসের শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

পীরগঞ্জে বেসিসের শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪ জন দেখেছেন

আইটিখাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আয়োজনে শনিবার রংপুরের পীরগঞ্জে প্রায় ১২’শ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) ইঞ্জিনিয়ার আলহাজ¦ ইমরুল কায়েস পরাগ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী বেসিসের এই শীতবস্ত্র পেয়ে অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

 

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার পরাগ বলেন, এ জনপদের জন্য বেসিসের পক্ষ হতে এটি কোন সহায়তা নয় বরং সামান্য উপহার মাত্র, যেটি বেসিসের মতএকটি দায়িত্বশীল সংগঠন তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই করছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই অঞ্চলে চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কিছুটা অপ্রতুল সেখানে বেসিসের মত সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে সেভাবে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

 

বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার যেমন সত্যিকারের সুবিধা ভোগীদের সহায়তা পৌঁছে দিচ্ছেন বেসিসও তেমনি একেবারে খুজে-খুজে প্রান্তিকপর্যায়ে এ উপহার পৌছাচ্ছেন। সরকারি – বেসরকারি পর্যায়ে সকলে এগিয়ে আসলে এ অঞ্চলের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে আমরা আশা করি।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, খ্রিস্টার্ন এসোসিয়েশন পীরগঞ্জ এর সেক্রেটারি জুয়েল তির্কি, পীরগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার, মাহমুদুল হাসান, আদিবাসী সংগঠন নেত্রী জোসপিনা কুজুরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )