রোববার (২৩ মার্চ) দুপুর ২ টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নববধূ বলেন, কয়েকদিন ধরে শরীরে সর্দি ও জ্বর হওয়ায় নিকটস্থ ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি ছাইয়াদার রহমানের কাছে গেলে তিনি আমার গলায় তার হাত দিয়ে মলম লাগিয়ে দেওয়ার সময় আমার পেটে ও স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমি আমার স্বামী কে সহ শ্বাশুরীকে খুলে বলায় তারা আরও কিছু লোকজন নিয়ে চেম্বারে প্রবেশ করে ইহার কারন জানতে চাইলে তিনি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ ওই নববধূ’র।
শ্লীলতাহানি ঐ পুত্রবধুর শ্বাশুড়ির কাছে জানতে চাইলে তিনি বলেন আমি সাথে ছিলাম আমাকে একটু সরে বসতে বলেন আমি সরে গিয়ে অন্য মুখ হয়ে বসেছিলাম এই সুযোগে ঐ লম্পট
ছাইয়াদার রহমান আমার পুত্রবধুকে সর্বনাশ করেন। আমি এর বিচার চাই।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জ উপজেলা প:প কর্মকর্তা ডা: নীল রতন দেব এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।