দিনাজপুরের নবাবগঞ্জে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) দাউদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পুর্বে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ কবির অর্কের সঞ্চালনায় রক্তদানের জন্য অনুপ্রেরণা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিলে সুধিজন, শিক্ষক, ব্লাড ডোনার, সাংবাদিক সহ না পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এ ছাড়াও সংগঠনটির উদ্যোগে বিভিন্ন এতিমখানায়, সুবিধা বঞ্চিত মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়। সংগঠনটি এ পর্যন্ত প্রায় ১৭ শ মুমুর্ষ রোগীকে বিনামুল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে সহযোগিতা করেছে।