সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বর্ণাঢ্য সাজে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা উপজেলার সদরের মুল সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রায় সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করে। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়াও উপজেলা বিএনপির আয়োজনে পৃথক ভাবে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।