কুড়িগ্রামের উলিপুর উপজেলা মাদক প্রতিরোধের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব অধ্যক্ষ আতিকুর রহমান সবুজ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সাইফুল ইসলাম বাদল আহ্বায়ক ও আবুল হাসনাত রাজিবকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কমিটিতে যুগ্ন আহ্বায়ক কামাল ইদ্রিস আমীন, হাফিজুর রহমান সেলিম, ছামিউল ইসলাম শামিম, গোলাম মর্তুজা মুকুল, আব্দুর রকীব সরকার, কায়ছার আলী খান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, ফারুক আহমেদ বাতেন, শফিকুজ্জামান, মাহমুদুল হাসান বিপুল, কামরুজ্জামান স্বাধীন।
কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল বলেন, এটি কোনো দলীয় সংগঠন নয়, এই সংগঠনের কাজ হবে মাদকের বিরুদ্ধে কাজ করা এবং যু্বসমাজকে কাজে লাগিয়ে মাদক মুক্ত একটি দেশ গড়া।