1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দহগ্রাম-আঙ্গরপোতায় কমেছে তিস্তার পানি, ভাঙন আতঙ্ক | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

দহগ্রাম-আঙ্গরপোতায় কমেছে তিস্তার পানি, ভাঙন আতঙ্ক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯২ জন দেখেছেন
ভারী বৃষ্টি ও উজানের ঢলে বিপৎসীমা অতিক্রম করার পর তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে পানি কমে আসায় তিস্তা তীরবর্তী মানুষজন ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন। তবে নিম্নাঞ্চলে এখনো পানি থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
পানির বৃদ্ধি পাওয়ায় জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতার কাদেরের চর, গুচ্ছগ্রামসহ তিস্তার চরাঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। এতে নদী তীরবর্তী ও চরাঞ্চলে পানি কমে যাওয়াও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন ।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা নুরুজ্জামান বলেন, “বাড়ির উঠানে কোমর সমান পানি। রাতে ঘুমাতে পারিনি। শিশুরা পানিতে পড়ে যাবে—এই ভয়ে সারারাত কোলে করে রেখেছি।”
হাড়িপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, “সবখানে পানি আর পানি। আমন ধানসহ নানা ফসলের ক্ষেত ডুবে গেছে। পুকুরের মাছও ভেসে গেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, “তিস্তার পানি সকাল থেকে বিপৎসীমার নিচে নেমে এসেছে। তবে বৃষ্টির পানি থাকায় নামতে সময় লাগছে। উজানের চাপ কমে যাওয়ায় বিকেলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।”
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, “হঠাৎ সৃষ্ট বন্যায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাঁচটি উপজেলার ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করেন। “প্রতিটি পানিবন্দী পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য টিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )