


কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকাসক্ত নাতির লাঠির আঘাতে দাদা নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে । নিহত দাদার নাম আসকার আলী(৮০)। তিনি বালাবাড়ী গ্রামের মৃত্যু মন্তু শেখের ছেলে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদকাসক্ত নাতি আলোমগীর হোসেন তার দাদাকে কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে।
এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, আলমগীর হোসেন নিহত আসকার আলীর দ্বিতীয় ছেলে আব্দুল মতিনের ছেলে। সে দীর্ঘদিন ঢাকায় বাসের সহকারী হিসেবে কাজ করত। সেখানেই তিনি মাদকে আসক্ত হয়ে পড়ে। কিছুদিন হলো সে বাড়িতে অবস্থান করছে। মাদকের প্রভাবে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে শেকলে বেঁধে রাখত তার পরিবার। বুধবার সন্ধ্যায় শেকল পড়ানো নিয়ে তার দাদাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর লাঠি দিয়ে মারপিট করলে তার দাদার মাথা ফেটে যায়।
হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক রয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম আবু সায়েম জানান, বৃদ্ধ আসকার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান চোখ ও মাথায় আঘাত ছিলো। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আসকার আলীর মরদেহ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।