


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার দিবাগত রাতে তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কের বোয়ালমারী বাজার এলাকায় শেয়ালের সাথে ধাক্কালেগে মটরসাইকেল আরোহী নিহত এক (১) এবং গুরুত্বর আহত দুই হয়েছে। নিহত তেঁতুলিয়া তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌসিফ খান মুসা (২২)।
এসময় আহত হন, তিরনইহাট ইউপি বাবুয়ানী জোত গ্রামের সমেশ আলীর ছেলে আল শাহরিয়ার (২৩) ও একই ইউনিয়নের দরগাসিং গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহমুদ মনির হোসেন (২৫)। নিহতের আত্মীয় সূএে জানাযায়,বুড়াবুড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান বোয়ালমারী নামকস্থানে মহাসড়কের উপর শেয়ালের সাথে মটরসাইকেলের ধাক্কালেগে এ দুর্ঘটনাটি ঘটে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন, ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা হয়।