কুড়িগ্রামে উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় কলেজ হলরুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে সম্মিলিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ ছাইফুর রহমান। প্রভাষক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আনিছুর রহমান, প্রভাষক সাখাওয়াত হোসাইন প্রমুখ। এ ছাড়াও কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।