1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলায় বিএমটিএর নিন্দা | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলায় বিএমটিএর নিন্দা

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

মো. শামীম শাহ ও মোহাম্মদ এইচএম সুমন বাপ্পা নামক দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর একদল দুর্বৃত্তের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্সের (বিএমটিএ)। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরণের কোনও কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ এবং জাড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকিও দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মেডিকেল টেকনোলজিস্ট দাবি করা কিছু দুষ্কৃতিকারীর একটি চক্র বিএমটিএ’র সাবেক মহাসচিব মো. শামীম শাহের অফিসে সশরীরে আক্রমণ করে। এসময় তারা জোরপূর্বক বিএমটিএর সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার জন্য স্বাক্ষরও গ্রহণ করে। একইভাবে গতকাল (১৭ সেপ্টেম্বর) সকালে সেই চক্রটি বিএমটিএ’র প্রচার সম্পাদক মোহাম্মদ এইচএম সুমন বাপ্পার ওপর আক্রমণ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এসব ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণ করে এটি একটি ফৌজদারি অপরাধ, আমরা এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এতে বলা হয়, ভবিষ্যতেও যদি কোন মেডিকেল টেকনোলজিস্টের সঙ্গে এরকম কোন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট লিখিত অভিযোগ এবং সংগঠনের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএমটিএ হলো একটি অলাভজনক, অরাজনৈতিক, গণতন্ত্র বিশ্বাসী, স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেশাজীবীদের জাতীয় সংগঠন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জাতির স্বার্থ রক্ষার্থে যেকোনো স্বার্থ ত্যাগ করে সামনের দিকে অগ্রসরমান থাকবে।

সবা/একেএম/১৮/০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )