নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) মো. জাহিদ হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফ।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম ও আবিদ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী উৎপাদন প্রকৌশলী ও জেনারেল পার্সোনেল অফিসার (জেপিও) মো. আব্দুল রহিম ও সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫১টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী জাহিদ হাসান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।