প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির ছোট ভাই কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম পাপুলকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম পলাশবাড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক। তিনি একই উপজেলার জামালপুর গ্রামের মৃত মধু প্রধানের ছেলে।
মামলার সুত্রে জানা গেছে, পলাশবাড়ীর উপজেলার বরিশাল ইউনিয়ানের রামপুর গ্রামের মন্টুর মিয়ার ছেলে রানা মিয়াকে বরিশাল দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার কথা বলে ১০ লক্ষ টাকা নেন। র্দীঘদিনেও চাকরি না পেয়ে টাকা ফেরত চান রানা মিয়া। টাকা না দিয়ে মামলার ভয় দেখিয়ে আসছিলেন প্রতারক এমপি ভাই পাপুল। পরে স্থানীয়রা আজ উপজেলা শহরের চারমাথা এলাকায় প্রতারক পাপুলকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পাপুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সবুজ মিয়া নামের এক ব্যক্তি বাদি হয়ে আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এনে একটি মামলা করেন। ওই মামলায় পাপুলকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।