নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবা’র উদ্যোগে লালমনিরহাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) গুলবদন ব্যবসায়ীবৃন্দ মৌলভীবাজার, ঢাকার সহযোগিতায় লালমনিরহাটে তিস্তা এলাকার গোল ঘোনটা গ্রামের ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গরীব চিকিৎসা সেবা সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান উপস্থিত থেকে বন্যা দুর্গতদেও হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. নাসির আখতার জোয়েব, কার্যকরী সদস্য শামীম আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবার সদস্যরা সরাসরি বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, মুুুড়ি, সয়াবিন তেল, লবন, পানি, ওরাল-স্যালাইন, টোস্ট বিস্কুট, আলু, সাবান, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, লাইটার, শাড়ি, নগদ অর্থসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।