নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) “ চার্টার্ড একাউন্ট্যান্সি : এ ক্যারিয়ার চয়েস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ ও ব্যবসায় প্রশাসন বিভাগ যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি, টিই। ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্স অব বাংলাদেশ এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর স্টুডেন্ট কাউন্সিলিং এন্ড প্লেসমেন্ট এন্ড আর্টিক্যালশীপ ম্যানেজমেন্ট এস এম আব্দুস সাকুর, হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস্ লিমিটেডের এ্যাসিসট্যান্ট ম্যানেজার (ফাইনান্স এন্ড একাউন্ট) মঈন উদ্দিন হাসান জুয়েল এসিএ এবং ইমান হাসান চার্টার্ড একাউন্ট্যান্টস্ এর প্রোপাইটর মো. হাসান হাবিব ইমান এফসিএ।
বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা এব ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী দীপ্ত এর উপস্থাপনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লে. কর্নেল ড. মো. শামীম রেজা, রেজিষ্ট্রার লে. কর্নেল নাঈম (অবঃ), বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গোটা সেমিনারটি স্পনসর কওে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্স অব বাংলাদেশ।