নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আওয়ামী লীগের সদস্য ফিজানুর চৌধুরী (৫৮), কৃষক লীগ সদস্য হারুণ অব-রশিদ (৪১), ছাত্রলীগ নেতা সোহাগ চৌধুরী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী সাইদুল ইসলাম (৪২)। গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার রাতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন ও শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খোরশেদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল আওয়ামী লীগের সদস্য ফিজানুর চৌধুরী (৫৮) ও তাঁর ছেলে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহাগ চৌধুরীকে (৩৪) উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
এছাড়াও একই দিন রাতে শহরের পাঁচমাথা মোড় এলাকা থেকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ সদস্য হারুন-অর রশিদ (৪১) এবং হাতিখানা বানিয়াপাড়ার বাসিন্দা আওয়ামী লীগ সদস্য মো. সাইদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়।
ছাত্র জনতার আন্দোলন চলাকালে পরিবেশ অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্র জনতার ওপর হামলা, মারপিট, বিএনপি কার্যালয়ে হামলাসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফইম উদ্দিন আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে।