সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬অক্টোবর) দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর -ই-আলম সিদ্দিকী। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালরে প্রশাসনিক কর্মকর্তা একেএম আমিরুজ্জামান শামীমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পাঁচটি ইউনিয়ন পরিষদ সচিব, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ সচিব,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।