1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বিএইউএসটি ও রংপুর কমিউনিটি  হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

সৈয়দপুরে বিএইউএসটি ও রংপুর কমিউনিটি  হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) এবং রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে চিকিৎসা বিষয়ক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

 

 

গতকাল বুধবার (৯ অক্টোবর) বিশ^বিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে ওই সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজির (বিএইউএসটি) পক্ষে রেজিষ্ট্রার লে. কর্নেল মো. নাঈম, ইবি (অবঃ) এবং রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে ডিরেক্টর (হাসাপাতাল) স্বপন কুমার বর্মন ওই সমঝোতা স্মারক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

 

এ সময় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজির (বিএইউএসটি) উপাচার্য ব্রিগেডিয়ার এবিএম হুমায়ুন কবীর, এনডিসি, পিএসসি,টিই, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা রাকিবুল ইসলাম, মেডিকেল অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আর রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আশরাফুল আলম আল -আমিন, ডিরেক্টর (হাসাপাতাল) স্বপন কুমার বর্মন, এডিশনাল ডিরেক্টর (হাসপাতাল) মিরাজল মুহসিন, ডেপুটি ডিরেক্টর (কর্পোরেট হেলথ সার্ভিস ডিপার্টমেন্ট) কে এম মাসুদুর রহমান সায়েম উপস্থিত ছিলেন।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁর পরিবার এবং সকল শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত করা এই সমঝোতা স্বাক্ষর চুক্তির মেয়াদ চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )