নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সৈয়দপুর থানা বিকেলে থানা চত্বরে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী, নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর,পিপিএম, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, হাফিজ খান, আবু সরকার, মহিলা দলনেত্রী রূপা বেগম, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মুনতাকিম, পৌর জামায়াতের আমীর মো. শরফুদ্দিন খান, সাবাবাজ উদ্দিন সবুজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল চৌধুরী প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কথাগুলো অত্যন্ত ধৈর্য্য ও মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি নীলফামারী জেলার চুরি, ডাকাতি. জুয়া, মাদক ও বাল্য বিবাহসহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন নীলফামারী জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। আর এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।