1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে পূজামন্ডপ পরিদর্শনে রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে পূজামন্ডপ পরিদর্শনে রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০২ জন দেখেছেন
পূজামন্ডপ পরিদর্শনে রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম

নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম। তিনি গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে সৈয়দপুরে শহরের তুলশীরাম সড়কের সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মাহফুজার আলম ও জাকির হোসেন, সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, সৈয়দপুর উপজেলা হিন্দু কল্যাণ সমিতি সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মিরু, জামায়াতে ইসলাম ীসৈয়দপুর পৌর শাখার আমীর মো. শরফুদ্দিন খান, সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমানসহ বিএনপি জামায়াতের নেতাকর্মী ও দুর্গাপূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

এর আগে ডিআইজি আমিনুল ইসলাম সৈয়দপুর কেন্দ্রীয় পূজামন্ডপে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পরে তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেখানে মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন করেন। এ সময় তাঁকেসহ অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এরও আগে ডিআইজি আমিনুল ইসলাম উপজেলার কামারপুকুর ইউনিয়নের রংপুর- সৈয়দপুর মহাসড়কের পাশে কলাবাগান এলাকায় রানু এগ্রো ইন্ডাস্ট্রির নিজস্ব পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁকে সেখানে রানু এগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর সুশীল কুমার দাস ও ডাইরেক্টর সুশান্ত কুমার দাস ফুলেল শুভেচ্ছা জানান।

 

দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে রংপুর বিভাগীয় রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম বলেছেন, এখানে সংখ্যাগরিষ্ঠ – সংখ্যালঘু বলে কিছু নেই। এ দুটো শব্দ অনেক সময় হীন্যমনতার সৃষ্টি করে। তাই এখান থেকে বেরিয়ে আসতে হলে এই শব্দগুলো পরিহার করতে হবে। দেশ আমাদের সকলের, তাই আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমরা সবাই এক। ধর্ম যার যার উৎসব সবার। যার প্রমাণ আজকে এই পূজামন্ডপ। এখানে হিন্দু মুসলমান আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি। সম্প্রীতির সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সুন্দর ভাবে উৎসব শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )