জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলস উর রহমান বলেছেন, দেশের মানুষ সকলেই সকলের অধিকার পাবেন। এ দেশ সবার, দেশের মানুষ আমরা সবাই। তাই আমাদের সবার অধিকার সমান। এ অধিকার যেন চাওয়া লাগে। তিনি আরো বলেন, আমরা সরকারি কর্মচারীরা দেশের জনগণের চাকর। আমরা দেশের মানুষের সেবক হিসেবে কাজ করছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান
রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে অবস্থিত রানু এগ্রো লিমিটেডের সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করে উপস্থিত পূজারীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। গতকাল রোববার বেলা ১১টায় সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান রাণু এগ্রোর সার্বজনীন দূর্গাপূজা মন্ড প চত্বরে এসে পৌঁছলে শ্যামলী সিটি গ্রুপের চেয়ারম্যান অনন্যা শাহা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সিনিয়র সচিব মো. মোখলেস-উর রহমান রাণু এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনায় শারদীয় দূর্গাপূজার আয়োজন দেখে মুগ্ধ হন এবং ভূয়সী প্রশংসা করেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), মো: আজমল হোসেন ও নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফইম উদ্দিন, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল গফুর সরকার, শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপন পরিচালক সুশীল কুমার দাস ও ডিরেক্টর সুশান্ত কুমার দাস, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন।
মন্ডপ পরিদর্শন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়রে সিনিয়ে সচিব মো. মোখলেস-উর রহমান সিটি রানু এগ্রোর হলরুমে সৈয়দপুর শহরের বিভিন্ন উন্নয়নকল্পে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে প্রাচীনতম সৈয়দপুর পৌরসভা শহরের নানাবিধ সমস্যা সমাধান, রেলের বেদখল জমি উদ্ধার করে প্রকল্প বাস্তবায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত মেডিক্যাল কলেজ, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব তুলে ধরা হয়। এতে দুই মন্ত্রণালয়ে সচিব প্রস্তাবিত সে সব বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।