রংপুরের গঙ্গাচড়ায় সরকারি বিধিবিধান লঙ্ঘন করে অবৈধভাবে অতিরিক্ত সার মজুত করায় বাংলাদেশ কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ( ড )ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে অভিযান পরিচালনায় সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম এবং গঙ্গাচড়া মডেল থানার এস আই আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ।
কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রয় এবং অবৈধভাবে সার মজুদের দায়ে গঙ্গাচড়া ভাই ভাই ট্রেডার্সকে ৫০০০০ হাজার টাকা এবং বড়াইবাড়ী বাজারে সুমনা ট্রেডার্সকে ৩০০০০ হাজার টাকা জড়িমানা করা হয়।এ অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি এ অর্থদণ্ড দেন। এছাড়াও স্পটে ২২ হাজার ৫০০ টাকার জব্দকৃত সার বিক্রয় করা হয়।
এ অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি এ অর্থ দন্ড দেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সার বিপণন আইনের বাইরে অতিরিক্ত সার মজুত করে ব্যবসা করছিলেন কতিপয় অসাধু বিসিআইসি ও খুচরা ডিলার। এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। অবৈধভাবে অতিরিক্ত সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ঠেকাতে এই কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন,অবৈধভাবে সার মজুদ ও বাড়তি দামে সার বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলমান ছিল এবং থাকবে।