বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপতি রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফার লিফলেট গাইবান্ধার সাদুল্লাপুর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাদুল্লাপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন- গাইবান্ধা জেলা শাখার আহবায়ক বজলুল করিম রপু। প্রধান বক্তা ছিলেন- সদস্য সচিব খান মো. কাওছার ওয়াহিদ সুজন।
জাসাস সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মাছুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম পান্নার সঞ্চালনা আরও বক্তব্য দেন- জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, জাসাস উপজেলা শাখার সহ-সভাপতি ইকলাসুর রহমান, পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এরশাদুল ইসলাম এরশাদসহ আব্দুর রহিম সরকার, লাভলু ব্যাপারী, বাবলু মিয়া, জোবায়দুল ইসলাম প্রমুখ।