


শিক্ষক-কর্মচারীদের নির্যাতন, হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ২ টায় বিক্ষোভ মিছিলটি কাচারি মাঠ খেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশ করে।
এ সময় শতশত উপজেলার কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, প্রধান শিক্ষক মোরশেদ আলম, সুপার সিরাজুল ইসলাম, ভাঙ্গামোর দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন, কুটিবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সেকেন্দার আলী, কুটিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুদ্দিন সেলিম, কাশিপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক রমিজুল হক, অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, বড়লই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন। এর পাশাপাশি দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। পরে শিক্ষক নেতৃবৃন্দ এইএনও বরাররে একটি স্বারক লিপি প্রদান করেন।