গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাদক কারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি বাজার (মুন্সীটারী) গ্রামের মৃত মানিক উল্লাহের ছেলে নুর ইসলাম (৪৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ফুলবাড়ী থানার পুলিশ জরুরি ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত মাদক কারবারি নুর ইসলামের বসতবাড়ীর রান্না ঘর থেকে ৮ বোতল ভারতীয় ইস্কাপসহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।