গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামের ঘুঘুরহাট-নাগেশ্বরীগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সিএনজি অটোরিকশা আসলে পুলিশ থামানোর সংকেত দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) নামের দুইজনকে আটক করে। তবে তাদের এক সহযোগী নুর আলম পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পৃথক পাটের বস্তার ভেতর স্কচটেপ, পলিথিন ও সুতলিতে মোড়ানো অবস্থায় মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) এবং নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রবিবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।