শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সেলিম হাসনাত এর সভাপত্তিত্বে ও সদস্য নাহিদ হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, ঘোড়াঘাট থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ নাজমুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বন্ধন রক্তদান সংগঠনের সদস্য, ছাব্বির হাসান, হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য আল আমিন ইসলাম, দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য নাহিদ হাসান, অত্র সংগঠনের সদস্য রায়হান কবীর, তারেক হাসান, সাংবাদিক রাফছানজানী শুভ প্রমুখ। শেষে একজন প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।