বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় উপজেলার ৬৯ টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউএনও মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছেন আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমক পূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা ২৪ ঘন্টা থাকবে।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সার্বক্ষণিক ভাবে দেখাশুনা করবে, থাকবে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও। পাশাপাশি সীমান্তঘেষা মন্দির গুলোতে থাকবে বিজিবির সদস্যরা। পূজা চলাকালীন সময়ে কোন ধরণের গুজবে কান দেবেন না। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাই সজাগ থাকবে। এর পরেও যদি কোন ধরনের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নাম্বারে ফোন করে দ্রুত জানার আহবান জানান।