কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই টু পাওটানা প্রস্তাবিত সেতুর সাইড পরিদর্শন করেন উলিপুরের থেতরাই পাওটানা প্রস্তাবিত সেতুর সাইট পরিদর্শন করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ডাকাতিয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক (অঃ দাঃ) মো. এবাদত আলী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে তিনি তিস্তা নদীর উপকণ্ঠে থেতরাই ইউনিয়নের পাকার মাথায় সাইট পরিদর্শন শেষে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিতি ছিলেন, প্রকল্পের ম্যাপিং স্পেশালিস্ট নূহু আলম, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, রংপুরের পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, দলদলিয়ে ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, থেতরাই ইউপি সদস্য নুরুন্নবী আজাদ, আব্দুল হালিম, তিস্তা ভাঙন রোধ গণ আন্দোলন পরিষদের সভাপতি রাকিবুল হাসান গোলজার, সহ-সভাপতি ও কিশোরপুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুন্নবী আজাদ আবু, থেতরাই জনকল্যাণ সংগঠনের নাসির উদ্দিন, মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।