শুক্রবার ১১ অক্টোবর সাড়ে ১১ টার উপজেলার শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার ( ইউএসএস) এর আয়োজনে, ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের সৌজন্যে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সিএসও প্রতিনিধি অনিল চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর ও স্টপভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন এর সভাপতি নার্গিস আক্তার। এ সময় আর মধ্যে উপস্থিত ছিলেন, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, এডমিন অফিসার মাহফুজা ওয়ারেশি প্রমূখ।