ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিথির আসনে আমন্ত্রিত হন শামসুল আলম নামের একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা।শামসুল আলম আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তবে, তার দুই ছেলে একটি বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি। তারা এখনো পলাতক। এমন পরিস্থিতিতে শামসুল আলমের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বালিয়াডাঙ্গী থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামসুল আলমের মতো বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “যাদের পরিবারের সদস্যরা হত্যা মামলার আসামি, তারা কীভাবে পুলিশের অনুষ্ঠানে অতিথি হন? এটা আমাদের জন্য হতাশাজনক।”
রফিকুল ইসলাম বলেন, “পুলিশের উচিত ছিল এমন বিতর্কিত ব্যক্তিদের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।” বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত সরকার বলেন, “ওপেন হাউজ ডে একটি সামাজিক অনুষ্ঠান। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি যে আওয়ামী লীগের পদধারী কোন নেতা অথবা তার ছেলেরা হত্যা মামলার আসামি সেটা আমরা জানতাম না। আমরা তো আর সকল নেতাকে চিনি না। তবে, তার ছেলেদের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি আমাদের নজরে আছে এবং তারা পলাতক।