1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

দিনাজপুরে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বুধবার দিনাজপুর সরকারি কলেজ মোড় হতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তাজুড়ে এ মানববন্ধন পালন করা হয়। এতে জামায়াতের প্রায় পাঁচ সহস্ত্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শহরের ১০টি স্পটে জেলা জামায়াত, শহর জামায়াতসহ জেলার ১৩টি উপজেলা হতে আগত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। দিনাজপুর প্রেসক্লাবের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর ইনস্টিটিউটের সামনের স্পটে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির দিনাজপুর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাহাদ্দিস ড. এনামুল হক, সরকারি কলেজ মোড় স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আ স ম ইব্রাহীম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমান, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সুইহারি স্পটে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি মো. তৈয়ব আলী, শহর জামায়াতেন সাবেক নায়েবে আমির মো. তোয়াব আলী মোল্লা প্রমূখ।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পিআর পদ্ধতির দাবি বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ৫ দফা দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )