


আমিষের চাহিদা পুরণে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুর এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (ডেক্সকা) এর আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. বদরুদ্দোহার নেতৃত্বে বীরগঞ্জ ঢেপা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল ইসলাম সরকার, কার্ডিওলজিষ্ট ডা. রুবাইয়েত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফজলে ইবনে কাওছার, উপজেলা খামার ব্যবস্থাপক সামসুজ্জামান।