খেলা

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উড়ন্ত বাংলাদেশ

ডেস্ক   আন্তর্জাতিক

১৩ জুন ২০২৪


| ছবি: সংগৃহীত

অবশেষে ব্যাট হাতে স্বরূপে ফিরলেন সাকিব আল হাসান। তার ব্যাটে চড়েই পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৫৪ রানের উড়ন্ত সূচনা পেলো বাংলাদেশ। এর মধ্যে ষষ্ঠ ওভারে ফন বিককে চারটি বাউন্ডারি হাঁকান সাকিব। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বৃষ্টির কারণে টসে বিলম্ব হয়। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত আটটায়। সেটি হয়েছে আধ ঘণ্টা পিছিয়ে। টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। ভঙ্গুর টপঅর্ডার বারবার ভোগাচ্ছে বাংলাদেশকে। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিতেই পারছেন না নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও এক ম্যাচ ভালো খেললে পরের কয়েক ম্যাচ খেলছেন যা তা। শান্ত আগের দুই ম্যাচে করেছেন ৭ আর ১৪। আজ (বৃহস্পতিবার) নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ বলে ১ করে সাজঘরে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।ইনিংসের দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর আরিয়ানের দ্বিতীয় শিকার হন লিটন। সুইপ খেলে স্কয়ার লেগে এনগেলব্রেখটে দুর্দান্ত ক্যাচ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২ বলে তিনি করেন ১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। তানজিদ হাসান তামিম ৩৪ আর সাকিব আল হাসান ২৫ রানে অপরাজিত আছেন। 

37