


ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, জেলায় সার সংকট নেই। চাহিদা অনুযায়ী সার সরবারহ হচ্ছে।
তবে প্রয়োজনের দেখি বেশি সার ব্যবহার, এবং টিএসপির দিকে কৃষক ঝুকে যাওয়ায় সার সংকট বলা হচ্ছে। জেলা প্রশাসক আরো বলেন বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী টিএসপির থেকে ডিএপি সার মাটির জন্য বেশ উপকারী অথচ কৃষকরা শুধু টিএসপির দিকে ঝুকছে। তিনি বলেন, টিএসপি সার জেলার আবাদী জমি অনুযায়ী সঠিকভাবে বরাদ্দ দেওয়া হয়। তবে তিনি টিএসপির থেকে ডিএপি সার ব্যবহারের জন্য উপস্থিত সকলকে উৎসাহ দেন।
এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সার ডিলারদের কৃষকদের মাঝে ডিএপি সারের সুষম ব্যবহার সমন্ধে ধারণা দেওয়ার জন্য আহবান জানান। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভুমি মজিবুর রহমান ,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসি ডিলার ও সাধারণ কৃষকরা।