হিন্দু সম্প্রাদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর জেলা মটরশ্রমিকদের সাথে হিন্দু শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পৌরবিপনি মার্কেটের সামনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মশিয়ার রহমানের উদ্যাগে প্রতি বছরের ন্যায় এ বছরও হিন্দু মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নগরীর ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, পৌরবিপনি মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনু, মহানগর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন, বিএনপি নেতা আরিফুল ইসলাম, শাহাজাদা ইসলাম, আজিজুল ইসলাম, মমিনুল ইসলাম প্রমূখ।
এ সময় মশিয়ার রহমান বলেন, আমি প্রতি বছর আমাদের হিন্দু শ্রমিক ভাইদের মাঝে সহযোগীতা করে থাকি। এ বছরও ব্যতিক্রম হয়নি। আমার সাধ্যের মধ্যে থেকে আমি সকলের মাঝে নারিকেল ও চিনি বিতরণ করলাম। সকলে দোয়া করবেন সামনে যেনো তাদের জন্য ভালো কিছু করতে পারি।